Family Counselling

কিছু দ্রষ্টব্য:

১.আমাদের এই ম্যারিজ কাউন্সেলিং প্রোগ্রামটির মূল উদ্দেশ্য একটি সুন্দর পরিবার গঠন ও এর ভাঙ্গন রোধ।
২.এই প্রোগ্রামটি যাদের জন্যঃ

বিবাহ ঠিক হয়েছে বা সদ্য বিবাহিত এমন কেউ এবং বৈবাহিক জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে মানসিক ভাবে ভেঙ্গে পরেছেন এমন কেউ।
৩.এই প্রোগ্রামটি মূলত প্রি-ম্যারিজ কাউন্সেলিং ও ফ্যামিলি কাউন্সেলিং নিয়ে।
৪.এই কাউন্সেলিং গুলো ভাই ও বোন উভয়েই নিতে পারবেন।
৫.প্রোগ্রামটি সম্পূর্ণ ফ্রি।
৬.আপনি যদি উক্ত প্রোগ্রামটি নিতে আগ্রহী হোন তাহলে নিম্নোক্ত ফর্ম টি পূরণ করুন।