বি.দ্র:
১. রিফান্ড পলিসি: ক্লাস শুরু হওয়ার ১০ দিন পর্যন্ত পেমেন্ট রিফান্ড পলিসি থাকবে। যদি কেউ মনে করেন, ইন্সট্রাক্টরের টিচিং মেথডলজি সম্পর্কিত কারনে কোর্স থেকে বেনিফিটেড হচ্ছেন না তিনি এই সময়ের মধ্যে আবেদন করলে ভর্তি ফি রিফান্ড করে দেওয়া হবে।
২.
ভর্তি ফি ট্রান্সফার: কেউ যদি চলমান ব্যাচের ভর্তি ক্যান্সেল করে একই ভর্তি ফি দিয়ে পরবর্তী ব্যাচে কন্টিনিউ করতে চায় তবে ভর্তি হওয়ার এক মাসের মধ্যেই সাপোর্টে সুনির্দিষ্ট কারণ  জানালে পরবর্তী ব্যাচে ভর্তির জন্য ৩০০ টাকা দিয়ে ফর্ম ফিলআপ করলেই হবে।   
৩.  শরীয়তে আর্থিক জরিমানা অনুমোদিত নয়ঃ লেট ফি নেওয়ার কারণ:  মূলত এই ফিসগুলো নিম্নোক্ত কারনে নেওয়া হয়: ক্যাম্পাস বন্ধ-খোলার কাজে,  এক্সাম রিসেট করা,  ভাইভা রিসিডিউল করার জন্য ইত্যাদি।